এবছর সর্বনিম্ন ফেতরা জনপ্রতি ৬৫ টাকা

 

স্টাফ রিপোর্টার: চলতি বছর সর্বনিম্ন ফেতরা জনপ্রতি ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ফেতরা নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। গতকাল সোমবারইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ফেতরা নির্ধারণী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।এতে সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাও. মোহাম্মদসালাহ উদ্দিন।গত বছর সর্বনিম্ন ফেতরা ধরা হয়েছিলো জনপ্রতি ৬৬ টাকা; তারআগের বছর ৫৫ টাকা। মেহেরপুর পৌর ইমাম সমিতির সভায় ৬৫ টাকা করে ফিতরা নির্ধারণ করলেও চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদ ৫৫ টাকা করে সর্বনিম্ন ফেতরা নির্ধারণ করে। সারাদেশে যখন ৬৫ টাকা করে ফেতরা নির্ধারণ করা হয়েছে তখন চুয়াডাঙ্গায় ৫৫ টাকা ফেতরা নির্ধারণপড়েছে প্রশ্নের মুখে।