একেই বলে সততা!

মুজিবনগর প্রতিনিধি: অপরিচিত লেকের ফেলে যাওয়া একটি ল্যাপটপ কুড়িয়ে পেয়েও নিজ উদ্যোগে ফেরত দিলেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের এক যুবক। তার নাম আবুবক্কর ছিদ্দিক। তিনি সেনাবাহিনীতে কর্মরত। হারিয়ে যাওয়া ল্যাপটপ ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন মাগুরা শহরের বাসিন্দা অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ। কিন্তু না। ল্যাপটপে থাকা বিভিন্ন তথ্য থেকে আব্দুল মাজিদের মোবাইল নম্বর পেয়ে যান আবুবক্কর ছিদ্দিক। ফোন করে ল্যাপটপ ফেরত নেয়ার আমন্ত্রণ জানান তিনি। গত মঙ্গলবার বিকেলে আনন্দবাস গ্রামে সস্ত্রীক হাজির হন আব্দুল মজিদ। গতরাত ন’টায় ঢাকাগামী একটি কোচে চড়ে ল্যাপটপ নিয়ে বাড়ি ফেরেন আব্দুল মজিদ। আবুবক্কর ছিদ্দিক জানিয়েছেন, গত ১০ জানুয়ারি ঢাকা থেকে তারা দুজন একই কোচে চড়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। মাগুরায় নেমে যাওয়ার সময় ল্যাপটপটি ফেলে যান আব্দুল মজিদ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *