উপজেলা নির্বাচনে চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় গণসংযোগ

জীবননগর ব্যুরো জানিয়েছে, আসন্ন উপজেলা নির্বাচনে জীবননগর উপজেলা আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবু মো. আব্দুল লতিফ অমল গণসংযোগ করেছেন। গতকাল রোববার বিকেলে পৌর আওয়ামী লীগ সভাপতি আবু মো. আব্দুল লতিফ অমল উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর, বালিহুদা ও হাসাদাহে এ গণসংযোগ করেন। গণসংযোগকালে রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, ইউপি মেম্বার মিলন, শাহীন মাস্টার, আব্দুর রশিদ, হাসাদহ ইউপি মেম্বার রবিউল ইসলাম বিশ্বাস, জসীম উদ্দিন জালাল, জুম্মত মেম্বার, আবুল কাশেম ঝড়–, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোয়োব আহাম্মেদ অঞ্জন প্রমুখ উপস্থিত ছিলেন।

আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছে, জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুর রহমান হাফিজ গতকাল রোববার সন্ধ্যায় আন্দুলবাড়িয়া বাজারে গণসংযোগ করেন। তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে গণসংযোগকালে বিভিন্ন শ্রেণি-পেশা ও কর্মজীবী মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন। রাতে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়সভায় মিলিত হন। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম মোক্তার, প্রচার সম্পাদক মোল্লা আলতাব হোসেন ফেলা, বীর মুক্তিযোদ্ধা সুজ্জাত হোসেন প্রমুখ।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, গতকাল বিকেলে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ১৯ দলের সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু আলমডাঙ্গার আনন্দধাম-হাউসপুর এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন। বিকেল ৪টার  দিকে গণসংযোগ এলাকায় উপস্থিত হলে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। নিজের পক্ষে জনমত গঠনের জন্য শহিদুল কাউনাইন টিলু এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র ভাইস সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার বাবলু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসরাফ হোসেন, প্রচার সম্পাদক শরিফ, জামজামী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ তোতা প্রমুখ।