উদ্ধার আন্তর্জাতিক মৈত্রী এক্সপ্রেসে দর্শনায় তল্লাশি : ভারতীয় শাড়ি থ্রি পিস ও জুতো

রিপোর্টার: কোলকাতা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেসে দর্শনায় তল্লাশি চালিয়ে ভারতীয় বিপুল পরিমাণের শাড়ি, ২শ’ প্র্যাকেট থ্রি পিস ও ৭০ জোড়া জুতো উদ্ধার করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ ও কাস্টমস যৌথ তল্লাশি অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে।  জানা গেছে, গতকাল কোলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস দুপুর ১২টার দিকে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে পৌঁছায়। যাত্রীদের ইমিগ্রেশন শুরু হয়। এরই এক পর্যায়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফ, এসআই ইব্রাহিম, এসআই মুহিত ও কাস্টমস ইন্সপেক্টর এসএম আরেফিন জাহিরী তল্লাশি অভিযান শুরু করেন। তল্লাশি চালিয়ে উপরোক্ষিত মালামার উদ্ধার করেন। পুলিশ বলেছে, ভারতীয় শাড়ি, থ্রি পিস ও জুতোগুলো কৌশলে পাচার করে আনা হচ্ছিলো।