ইয়েমেনে নৌকা ডুবে ৪২ আফ্রিকানের সলিল সমাধি

 

মাথাভাঙ্গা মনিটর: ইয়েমেন উপকূলে নৌকাডুবির ঘটনায় ৪২ জনের সলিল সমাধি হয়েছে বলে খবর পাওয়া গেছে। নৌকার যাত্রীরা আফ্রিকান অভিবাসী ছিলো বলে খবরে উল্লেখ করা হয়েছে। একটি সংবাদ মাধ্যম জানিয়েছে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়া প্রদেশে গত রোববার এ দুর্ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, নৌকাটি বীর উপকূলের কাছে উল্টে গিয়ে দুর্ঘটনায় পতিত হলে  ৪২ জন নিহত হয়। এতে শতাধিক যাত্রী ছিলো বলে অনুমান করা হয়। ইয়েমেনের নৌ-টহল দলের সদস্যরা নৌকা থেকে কমপক্ষে ৩০ জনকে জীবিত উদ্ধার করেছে। উল্লেখ্য, প্রতিবছর হাজার হাজার আফ্রিকান অবৈধভাবে ইয়েমেনে যাওয়ার জন্য অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকায় বিপজ্জনক পথ পাড়ি দেয় এবং দুর্ঘটনা কবলিত হয়ে মৃত্যুবরণ করে।