ইরাক বিষয়ে কংগ্রেসকে ‘পাশ কাটাবেন’ ওবামা

মাথাভাঙ্গা মনিটর: সুন্নি বিদ্রোহী দমনে ইরাকে কোনো পদক্ষেপ নেয়ারক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের অনুমতির প্রয়োজন নেই বলে জ্যেষ্ঠকংগ্রেস সদস্যদের জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতবুধবার ক্ষমতাসীন ডেমক্রেট ও বিরোধী রিপাবলিকান দলের জ্যেষ্ঠ কংগ্রেস সদস্যদের সাথে ওবামা বৈঠক করেন।দিইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্তের (আইএসআইএল) সাম্প্রতিক উত্থানেমার্কিন প্রতিক্রিয়া কী হবে তা নিয়ে আলোচনার জন্য গত বুধবার প্রেসিডেন্ট ওবামাকংগ্রেস নেতৃবৃন্দের সাথে হোয়াইট হাউজে এ বৈঠক করেছেন।বৈঠকের পরকংগ্রেসম্যান মিচ ম্যাককনেল সাংবাদিকদের বলেন, ইরাকে কোনো ব্যবস্থা নিতেআমাদের কোনো অনুমতি নেয়ার প্রয়োজন আছে বলে প্রেসিডেন্ট মনে করেন না।সাংবাদিকরা বলছেন, ইরাকে কোনো সামরিক পদক্ষেপ নিতে যদি কংগ্রেসের অনুমতিনিতে হয় তাই এর মাধ্যমে সে বির্তক এড়িয়ে গেলো হোয়াইট হাউজ।২০১৩ সালেও সিরিয়ায় সম্ভাব্য আক্রমণে সমর্থন না দেয়ার আশঙ্কা হলে ওবামা সে সময় কংগ্রেসের অনুমতির দারস্থ হননি।এদিকেআইএসআইএল জঙ্গিরা কয়েক সপ্তা ধরে ইরাকের বেশ কয়েকটি শহর দখল করে রাখায়তাদের ওপর যুক্তরাষ্ট্রকে বিমান হামলা চালানোর অনুরোধ জানিয়েছে দেশটিরসরকার। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট একতরফাভাবে সিদ্ধান্ত নিতে পারেন বলেমনে করছেন মার্কিন প্রশাসনিক কর্মকর্তারা।