ইরাকে বাংলাদেশিরা নিরাপদে আছেন

 

স্টাফ রিপোর্টার: ইরাকেবসবাসরত বাংলাদেশিরা নিরাপদে আছেন বলেও জানিয়েছেন ইরাকে নিযুক্তবাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল রেজানুর রহমান। এছাড়া এখন পর্যন্তবাংলাদেশি কোনো নাগরিকের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।তিনি জানান, ইরাকে তিকরিত শহরে অবস্থিত ৩১ বাংলাদেশি শ্রমিকদেরনিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এদের বেশির ভাগই পরিচ্ছন্নতাকর্মী।সরকারিহিসাব মতে, ইরাকে ১৪ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক কাজ করেন। তবেবেসরকারি হিসাব অনুযায়ী সংখ্যাটা ৩০ হাজারের কাছাকাছি। এদের বেশির ভাগইনির্মাণশ্রমিক হিসেবে কর্মরত। রাষ্ট্রদূত ইরাকে বাংলাদেশিরা নিরাপদে আছে বলে দাবি করলেও চুয়াডাঙ্গা জীবননগরের পুরাতন তেতুরিয়ার আবুল কালাম আজাদসহ অনেকেই টেলিফোনে বলেছেন, তারা ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছেন। দেশে ফেরার উপায় খুঁজে পাচ্ছেন না তারা। একদিনে সরকারি সেনাবাহিনী অপরদিকে বিদ্রোহী। ইরাকের পরিস্থিতি ভয়ঙ্কার হয়ে উঠেছে।