ইরাকে দূতাবাস রক্ষায় আরো ২০০ সেনা পাঠাবে আমেরিকা

 

মাথাভাঙ্গা মনিটর: ইরাকের রাজধানী বাগদাদে আমেরিকার দূতাবাস রক্ষার জন্য আরো ২০০ মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।কংগ্রেসেরকাছে লেখা এক চিঠিতে সিনেট নেতাকে সেনা মোতায়েনের বিষয়টি অবহিত করেনমার্কিন প্রেসিডেন্ট। ইরাকে যখন সংকট বাড়ছে তখন নতুন করে এ সেনা মোতায়েনেরঘোষণা দেয়া হলো। নতুন সেনা মোতায়েনের ঘোষণা দেয়ার মধ্যদিয়ে ইরাকে মার্কিনমোট সেনা সংখ্যা প্রায় আটশ’তে দাঁড়াবে।ইরাকে যে সেনা পাঠানো হবে তাদেরমধ্যে নিরাপত্তা বাহিনী, খাড়াখাড়িভাবে উড়তে ও নামতে সক্ষম রোটারি-উইং বিমানএবং গোয়েন্দা ও টহল কাজে সহায়তা দানের বিষয়গুলো থাকবে।ইরাকের রাজধানীবাগদাদের আকাশে দৈনিক ৩০ থেকে ৩৫টি অস্ত্রবাহী চালকহীন মার্কিন বিমান বাড্রোন টহল দিতে শুরু করেছে। বাগদাদে নিযুক্ত মার্কিন কূটনীতিক ও সামরিকউপদেষ্টাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে আমেরিকারপ্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন।