ইরাকে জরুরি অবস্থা ঘোষণা

 

মাথাভাঙ্গা মনিটর: ইরাকে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নূরী-আল-মালিকি গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেন।দেশটির উত্তরাঞ্চলের নিনেভেহ প্রদেশ ও মসুল শহর বিদ্রোহীদের দখলে যাওয়ার পর তিনি এ ঘোষণা দেন।নূরী-আল-মালিকি জানান, তিনি সারা রাত জরুরি অবস্থা জারি রাখার জন্য সংসদে প্রস্তাব রাখবেন।এদিকে, দেশটির সংসদের স্পিকার ওসামা আল নুজাইফি বলেছেন, মসুলের হামলার ঘটনায় ওইএলাকায় দায়িত্বরত সেনা সদস্যের পদচ্যুত করা হবে। তার মতে হামলার সময় ওইসেনারা সঠিক ভূমিকা রাখতে পারেনি।তিনি আরো বলেন, আমরা মসুলকেসন্ত্রাসীদের হাতে ছেড়ে দিতে পারি না। প্রয়োজনে আমরা সকল আন্তর্জাতিকসংস্থাকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকের পাশে দাঁড়ানোর আহ্বান জানাবো।তিনি আরো বলেন, সন্ত্রাস দমনে দেশের সাধারণ জনগণ যদি অংশ নিতে চায় তাহলে তাদেরও অস্ত্র এবং রসদ সরবরাহ করা হবে।ইরাকের স্পিকার বলেন, জরুরি অবস্থার বিষয়ে বৃহস্পতিবার সংসদে বিস্তারিত আলোচনা করা হবে।এরআগে দেশটির উত্তরাঞ্চলের নিনেভেহ প্রদেশ দখল করে শত শত বন্দিকে মুক্ত করেনিয়ে যায় বিদ্রোহীরা। মসুল শহরেও বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীরসদস্যদের ব্যাপক সংঘর্ষ হয়।পুরো শহর দখল নেওয়ার আগে বিদ্রোহীরা প্রথমেই প্রদেশের গভর্নরের সদরদফতর, কারাগার ও টেলিভিশন স্টেশন দখলে নেয়।এঅবস্থার পরই দেশটির প্রধানমন্ত্রী নূরী-আল মালিকি দেশটিতে জরুরি অবস্থাঘোষণা করেন।