ইরাকের তেল শোধনাগার জঙ্গিদের দখলে

মাথাভাঙ্গা মনিটর: ইরাকের উত্তরাঞ্চলে বাইজি এলাকায় দেশের সবচেয়ে বড়তেল শোধনাগারের ৭৫ শতাংশই সুন্নি জঙ্গিরা দখল করে নিয়েছে বলে জানিয়েছেন এককর্মকর্তা।শোধনাগারের ওই কর্মকর্তা বুধবার বলেন, জঙ্গিরা তেল শোধনাগারেঢুকে পড়েছে। তেল উৎপাদন ইউনিটগুলোসহ প্রশাসনিক ভবন এবং চারটি নজরদারি টাউয়ার সবমিলে ৭৫ শতাংশের নিয়ন্ত্রণই এখন তাদের হাতে।প্রধান কন্ট্রোল রুমের কাছেএখনো নিরাপত্তা বাহিনীর সাথে জঙ্গিদের লড়াই চলছে বলে জানান তিনি।জঙ্গিরাদু দিক থেকে মর্টার এবং মেশিনগান হামলা চালিয়ে শোধনাগারে ঢুকে পড়ে। শোধনাগারেরপ্রধান তিনটি প্রবেশপথের দুটোতে সকালের দিকে হামলা করে জঙ্গিরা। হামলায় তেলেরকয়েকটি ডিপো ধ্বংস হয় বলে খবর পাওয়া গেছে।হামলার আগেই শোধনাগারের বিদেশিকর্মকর্তাদের সরিয়ে নেয়া হয়। তবে স্থানীয় স্টাফরা ঘটনাস্থলেই ছিলো বলে জানাগেছে।রাজধানী বাগদাদ অভিমুখে জঙ্গিদের অগ্রযাত্রা ঠেকাতে সরকারি বাহিনীরলড়াইয়ের মধ্যে দেশের সবচেয়ে বড় তেল শোধনাগার দখলে নিল সুন্নিজঙ্গিরা।