ইয়েমেনের প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা

 

 

মাথাভাঙ্গা অনলাইন: হত্যা প্রচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী মোহাম্মাদ সালেম বাসিন্দাভা । দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

শনিবার  সানায় নিজ কার্যালয় থেকে বাসভবনে ফেরার পথে বন্দুকধারীরা একটি গাড়ি থেকে প্রধানমন্ত্রী সালেমের গাড়ির বহরের ওপর গুলিবর্ষণ করে। সালেমের একজন উপদেষ্টা এ খবর দিয়েছেন। সালেমের ওপর হামলার কাজে ব্যবহৃত গাড়িটি নিরাপত্তা বাহিনী খুঁজে বের করার চেষ্টা করছে।

এর আগে সালেমের মন্ত্রিসভার অন্যান্য সদস্যের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টা চালানো হলেও এই প্রথম প্রধানমন্ত্রী সালেমকে হত্যার প্রচেষ্টা চালানো হলো।

ইয়েমেন সরকার আরব উপদ্বীপের আল-কায়েদা জঙ্গিদের মোকাবেলার জন্য লড়াই করে যাচ্ছে।

এর আগে, শুক্রবার দেশটির একটি জেষ্ঠ্য গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *