ইমরানের দলের এমপিদের পদত্যাগ

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগেরদাবিতে আন্দোলনরত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারাপদত্যাগপত্র জমা দিয়েছেন।গত শুক্রবার পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা শাহ মেহমুদ কুরাইশি,আরিফ আলভি ও শিরিনমাজারি দলের চেয়ারম্যান ইমরান খানসহ জাতীয় পরিষদের ৩৪ সদস্যের পদত্যাগপত্রস্পিকারের দপ্তরে জমা দেন।দলের একাধিক নেতার বরাত দিয়ে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। ওয়াজ২০১৩ সালে কারচুপির নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছেন অভিযোগ করেতার পদত্যাগ দাবি করছে সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের দল পিটিআই। এদাবিতে ইসলামাবাদের রাজপথে পিটিআই নেতাকর্মীদের বিক্ষোভ ও গণঅবস্থান চলতেথাকার মধ্যে আইনপ্রণেতাদের পদত্যাগের এ পদক্ষেপ এলো।
খাইবারপাখতুনখাওয়া প্রদেশ ছাড়া অন্যসব গণপরিষদ থেকে পদত্যাগ করার কথা আগেইজানিয়েছিলেন পিটিআই নেতারা। ওই প্রদেশে সরকার পরিচালনায় রয়েছে পিটিআই।পদত্যাগপত্রজমা দেয়ার পর পিটিআই নেতা মুরাদ সাইদ বলেন, আমরা আগেই আমাদের সব সদস্যেরপদত্যাগপত্র দলের চেয়ারম্যানের কাছে দিয়েছিলাম। এখনআনুষ্ঠানিকভাবেস্পিকারের কাছে তা জমা দেয়া হয়েছে।২০১৩ সালে অনুষ্ঠিত সাধারণনির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে এজন্য প্রধানমন্ত্রী নওয়াজেরপদত্যাগ দাবি করছে পিটিআই ও কানাডা প্রবাসী ধর্মীয় নেতা তাহির উল কাদরির দলপাকিস্তান আওয়ামি পার্টি পিএটি।