ইবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৯ থেকে ২৩ নভেম্বর

 

স্টাফ রিপোর্টার: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্মাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা চলতি বছরের ১৯ থেকে ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপউপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, ধর্মতত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল বারাকাত মোহাম্মদ ফারুক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আবু সিনা, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুল আলম, রেজিস্ট্রার এএসএম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এএসএম আবদুল লতিফ জানান, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি চেয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ থেকে নির্দেশনা পাঠানো হয়। এরই পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকের মাধ্যমে ভর্তি পরীক্ষার সম্ভাব্য প্রাথমিক সময়সূচি ১৯ থেকে ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়। তবে এই বৈঠক কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির বৈঠক নয়। এটি চূড়ান্ত সময়সূচি নয়, বিশ্ববিদ্যালয় পরিষদ সময়সূচি চূড়ান্ত করবেন।