ইফতার মাহফিল

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা মেহেরপুরসহ বিভিন্ন স্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার সেতু বন্ধন বন্ধু সমাজ ৭৭/৭৮ রের  উদ্যোগে ইফতার ও দোয়ামাহাফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । গতকাল শনিবার বেলা সাড়ে ছয়টার সময় আলমডাঙ্গা বাবুপাড়া জামে মজজিদে প্রাংগনে  সেতু বন্ধন বন্ধু সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মহাফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্তিত ছিলেন সংগঠনের সভাপতি সৌয়দ সাজেদুল হক মনি। প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট সোহরাব হোসেন ,সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,সিনিয়ার সভাপতি কে এম কামাল উদ্দিন, সহসভাপতি বুরহান উদ্দিন, যুগ্ম সম্পাদক বদরুজ্জামান, কোষাধ্যক্ষ আজিজুল হক ,আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খানসহ, অরো গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মোঃ জামাল উদ্দিন।

জীবননগর ব্যুরো জানিয়েছেন, জীবননগর প্রেসক্লাবের সাংবাদকদের সম্মানে গতকাল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর জীবননগর উপজেলা শাখার আয়োজনে আলোচনাসভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক খলিলুর রহমানের সভাপতিত্বে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জামায়াতের জেলা আমির আনোয়ারুল হক মালিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারি রুহুল আমিন।

ইফতার পার্টিতে প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু, যুগ্মসাধারণ সম্পাদক জিএ জাহিদুল ইসলাম, নারায়ণ ভৌমিক, সাবেক সভাপতি কামাল সিদ্দিকী বাবু, জামায়াতের সেক্রেটারি মাওলানা সাজেদুর রহমান, পৌর আমির জিয়াউল হক, পৌর সেক্রেটারি বেলাল হুসাইন, বাঁকা ইউনিয়ন আমির হাফিজুর রহমান প্রমুখ। শহরের হোটেল বাসমতিতে জীবননগর ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম ব্যাচের ছাত্রদের আয়োজনে ইফতার পার্টি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কলেজের প্রাক্তন ছাত্র নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় ঈদের পর দিন কলেজ ক্যাম্পাসে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত জানিয়ে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম নান্নু, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুস সালাম ঈশা, মোহাম্মদ আলী, পৌর কাউন্সিলর সোয়েব আহমেদ অঞ্জন, মাজেদুর রহমান লিটন, আব্দুল মোত্তালেব, মোমিন উদ্দিন, মুন্সী খোকন, মুন্সী আব্দুর রকিব কিরণ, মিজানুর রহমান, মুন্সী আব্দুল হালিম, গোলাম নবী, আব্দুল মাবুদ, সিরাজুল ইসলাম, আফরোজা খাতুন, খালেদা খাতুন ও দিল আফরোজা। শেষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য মুন্সী নাসির উদ্দিনকে কমিটির আহ্বায়ক নির্বাচিত করা হয়।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনী পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমানের উদ্যোগে শিশিরপাড়া জামে মসজিদ গতকাল শনিবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, ১ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল আক্তারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতার পুর্ব দো’আ মাহফিল পরিচালনা করেন মাও. শাহ আলম সিরাজী।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন: মুজিবনগরে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় মুজিবনগর শেখ হাসিনা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল এনাম বকুল। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রশিদ, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, বাগোয়ান ইউপি আ‘লীগ সভাপতি মুজিবুর রহমান, মোনাখালী ইউপি আ‘লীগ সভাপতি রফিকুল ইসলাম, দারিয়াপুর ইউপি আ‘লীগ সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, মহাজনপুর ইউপি আ.লীগ সভাপতি রেজাউর রহমান নান্নু, সাবেক জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, স্বেচ্ছাসেবক লীগের  নেতা কাশেদ আলী ও আরিফ হোসেন। এমপি ফরহাদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, দলীয় ও ব্যক্তিগত স্বার্থে কোন অঙ্গ সংগঠনকে ব্যবহার করিনি। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই মেহেরপুরের উন্নয়নে কাজ করছি, সমাজের উন্নয়ন ও জনগনের কল্যানে। অনুরুপ এছাড়া মুজিবনগর উপজেলা হাজি সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মহাফিল অনুষ্ঠিত  হয়েছে। গতকাল শনিবার মুজিবনগর মাধ্যমিক হল রুমে ওই ইফতার ও দোয় মহাফিল অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা হাজি সমিতির সহ-সভাপতি হাজী মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির ক্যাসিয়ার হাজী আহসান আলী, সদস্য হাজী এসএম নূরউদ্দীন, হাজী আবুল হায়াত প্রমুখ। দেওয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল লতিফ। উপস্থিত ছিলেন হাজি সমিতির সদস্যবৃন্দ।