ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট পদে জোকো উইদোদো বিজয়ী

 

মাথাভাঙ্গা মনিটর: ইন্দোনেশিয়ারপ্রেসিডেন্ট পদে বিজয়ী হয়েছেন জোকো উইদোদো। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫৩.১৫শতাংশ পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রাক্তনসেনাপ্রধান প্রবোও সুবিআনতো পেয়েছেন ৪৬.৮৫ শতাংশ ভোট।তবেভোট জালিয়াতির অভিযোগ করে ইতোমধ্যেই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেনসুবিআনতো। ভোটের রায়কে আদালতে চ্যালেঞ্জ করার আগাম ইঙ্গিতও দিয়ে রেখেছেনতিনি।জানা যায়, ইন্দোনেশিয়ার তরুণ প্রজন্মের কাছেব্যাপক জনপ্রিয় উইদোদো দেশটির খেটে খাওয়া মানুষের প্রতিভূ। অপরদিকে তারপ্রতিদ্বন্দ্বী ‍সুবিয়ান্তো একজন সাবেক জেনারেল। দেশের অভিজাত সমাজ, সামরিকও ধনী ব্যবসায়ী গোষ্ঠী তাকে সমর্থন করছেন।গত ৯ জুলাই অনুষ্ঠিতভোটগ্রহণে ইন্দোনেশিয়ার প্রায় ১৩ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার প্রাক্কালে রাজধানী জাকার্তায়ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দেশজুড়ে মোতায়েন করাহয়েছে আড়াইলাখ পুলিশ।