ইন্টারনেটের দাম কমানোর আশ্বাস দিলেনজয়

 

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীরতথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ইন্টারনেটের দাম কমাতে ও গতি বাড়াতে প্রয়োজনে নীতিমালা পরিবর্তন করা হবে।তিনি এব্যাপারে দ্রুত উদ্যোগ নেয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে গণভবনে ইন্টারনেট প্রোভাইডার মালিকদের সাথে বৈঠকে তিনি একথা বলেন।জয়বলেন, বাংলাদেশে ইন্টারনেটের গতি খুবই কম। এর সমস্যা কোথায়, তা খুঁজে বেরকরা হবে। প্রোভাইডারদের উদ্দেশে তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট সেবানিশ্চিত করতে আপনাদের সহযোগিতা দরকার।এ পর্যায়ে যে ২৫৬ কেবিপিএস লাইন আছেতাকে আমরা ব্রডব্যান্ড বলি না। মফস্বল এলকায় ওয়ান এমবিপিএস গতি দেয়ারউদ্যোগ নিতে হবে।সভায় বিটিআরসি’র চেয়ারম্যান সুনীল কান্তি বোস, তথ্য ওযোগাযোগ প্রযুক্তিবিষয়ক সচিব আবু বকর সিদ্দিক। এসময় বাংলাদেশ ইন্টারনেটসরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।