ইউক্রেন থেকে ১ লাখ ১০ হাজার লোক পালিয়েছে রাশিয়ায়

 

মাথাভাঙ্গা মনিটর: ইউক্রেনথেকে ১ লাখ ১০ হাজার লোক রাশিয়ায় পালিয়েছে। জাতিসংঘের হিসেব মতে, ইউক্রেনথেকে প্রায় ১ লাখ ১০ হাজার লোক রাশিয়ায় পালিয়ে গেছে এবং ৫৪ হাজারেরও বেশিলোক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।জাতিসংঘের শরণার্থী সংস্থারমহিলা মুখপাত্র মেলিসা ফ্লেমিং সাংবাদিকদের বলেন, ২০১৪ সালের প্রথম থেকে ১লাখ ১০ হাজার ইউক্রেনবাসী রাশিয়ায় পৌঁছেছে। তিনি জানান, অধিকাংশই সহিংসপীড়িত পূর্বাঞ্চলের দনেস্ক ও লুগানস্ক এলাকা থেকে পালিয়েছে। এসব অঞ্চলেইউক্রেন বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষ চলছে। ইউক্রেনেরপূর্বাঞ্চলের পরিস্থিতির অবনতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়া, অপহরণআতঙ্ক এবং মানবাধিকার লংঘনসহ রাষ্ট্রীয় সেবার ঘাটতি এসব লোকের পালিয়েযাওয়ার কারণ বলে জানান তিনি।