আসমানখালী পুলিশ ক্যাম্প ভবনের কাজ পরির্দশন ও স্কুল ছাত্র-ছাত্রীদের সাথে সাক্ষাৎ করলেন পুলিশ সুপার নিজাম উদ্দীন

আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার আসমানখালী নবনির্মিতব্য পুলিশ ক্যাম্প ভবনের কাজ পরির্দশন ও স্কুল ছাত্র-ছাত্রীদের সাথে সাক্ষাৎ করেছেন পুলিশ সুপার নিজাম উদ্দীন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে আসমানখালী পুলিশ ক্যাম্পের ভবনের কাজ পরির্দশন ও স্কুল ছাত্র-ছাত্রী অভিভাবকদের সাথে সাক্ষাতে প্রধান অতিথির বক্তব্য তিনি ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশে বলেন, সামাজকে আলোর পথে নিতে হলে এ সমাজ থেকে বাল্যবিয়ে বন্ধ করতে হবে। এই বাল্যবিয়ের কারণে সমাজ থেকে ঝরে যায় হাজার হাজার শিক্ষার্থী। সমাজ আঁধারের দিকে নেমে যায়। বাল্যবিয়ের কারণে এই সমাজে কলুষিত। তাই আমরা বাল্যবিয়ে নিজেও দেবো না এবং অন্যকেও দিতে দেবো না। বাল্যবিয়ের কারণে মৃত্যু ঘটে, বাল্যবিয়ে মুক্ত শিক্ষিত সমাজ গড়বো মোরা। বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা অতিরিক্তি পুলিশ সুপার (সদর-আলমডাঙ্গা সার্কেল) তরিকুল ইসলাম, বড়গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি মাসুদুর রহমান, চুয়াডাঙ্গা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা পরিষদের সদস্য রকিবুল হাসান, আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, নান্দবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান বুলবুলি, নান্দবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এমদাদুল হক মুন্সী, ইউনিয়ন যুবলীগের সভপিতি রকোনুজ্জামান টোকন, সাবেক ছাত্রনেতা এমদাদুল হক ওদুদ, হাফিজুর রহমান লাভলু, আলী রেজা শিলু, সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক মিয়া, নায়ক, হাফিজুর রহমান, আব্দুল খালেক, রহমতুল্লাহ, মিটন মিয়া, ডালিম রেজা প্রমুখ।