আলুকদিয়া ইউনিয়ন ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে মতবিনিময়

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়ন ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে ভিক্ষুক ও বিত্তবানদের নিয়ে অনুষ্ঠিত সচেতনতামূলক মতবিনিময়সভায় সদর ইউএনও কেএম মামুন উজ্জামান বলেছেন, ভিক্ষাবৃত্তি যেমন অসম্মানজনক পেশা তেমনই তারা জাতির জন্য লজ্জার। আমাদের দেশ এখন নিম্নমধ্যবিত্ত। ফলে ভিক্ষুকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার মধ্যদিয়ে তাদের এ পেশা থেকে ফেরাতে সকলকে সচেষ্ট হতে হবে।

আলুকদিয়া ইউনিয়ন পরিষদ এক বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানিয়ে বলা হয়েছে, গতকাল বুধবার ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দীন। তিনি আলকুদিয়া ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত করার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এলাকার অর্থশালী বিত্তবানদের সহযোগিতা কামনা করে বলেন, সকল মেম্বার ইউনিয়নের বিত্তবানদের সাথে নিয়ে সম্মিলিতভাবে চেষ্টা করলে ইউনিয়ন ভিক্ষুকমুক্ত হতে বাধ্য।

মতবিনিময়সভায় উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল সামি, বিত্তবানদের মধ্যে শাহাব হোসেন বিশ্বাস, ইউপি সদস্য হাবলু প্রমুখ বক্তব্য রাখেন।