আলমডাঙ্গা হারদী এমএস জোহা কলেজের এইচএসসি ও বিএম শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্লাস উদ্বোধন

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা হারদী এম.এস জোহা কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এইচএসসি ও বিএম ১ম বর্ষের শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজের হলরুমে অধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ নিয়ামত আলী, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুস সাত্তার খান, আব্দুর রব শিলু, মজিবার রহমান, শহিদুল্লাহ খান, এমএস হুদা মেডিকেল টেকনোলজির ভারপ্রাপ্ত পরিচালক ওমর খাইয়ুম, প্রভাষক একেএম ফারুকের পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি সালাহ উদ্দিন, ইদ্রিস খান, আহম্মেদ শামীম, ড. এবিএম আহমদ শরিফসহ শিক্ষার্থীবৃন্দ।

অপরদিকে এম.এম জোহা কলেজের বিএম শাখার উদ্বোদনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএম শাখার বিভাগীয় প্রধান তসলিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হারদী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এছাড়াও শিক্ষক আমজাদ উদ্দিন, হাবিবুর রহমান প্রমুখ।

উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, এমএস জোহা কলেজকে আমাদের বৃহত্তর অঞ্চলে উচ্চ শিক্ষার আদর্শ বিদ্যাপীঠে পরিণত করতে চাই। ইতোমধ্যেই বাড়িতে থেকে নামমাত্র খরচে এ এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করেছে এ কলেজটি। আমরা লেখাপড়ার মানের সাথে কোনো প্রকার আপস না করে প্রকৃতপক্ষে উচ্চশিক্ষার সুযোগ দিতে চাই এলাকাবাসীকে। শিক্ষাক্ষেত্রে সারাদেশের মধ্যে আমরা বিপ্লব ঘটাতে চাই, চাই দৃষ্টান্ত সৃষ্টি করতে।