আলমডাঙ্গা হারদী ইউনিয়ন পরিষদে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির অধিবেশন অনুষ্ঠিত

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা হারদী ইউনিয়ন পরিষদে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির (ইউডিসি) অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার হারদী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অধিবেশনে সুনির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই ও বর্জ্য অপসারণ, বিষমুক্ত ফলমূল ও সবজী উদপাদন, বাল্যবিয়ে নিরোধসহ বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করা হয়। হারদী ইউপি চেয়ারম্যান বিশিষ্ঠ শিক্ষানুরাগী নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার চুয়াডাঙ্গা আনজুমান আরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হারদী ইউনিয়নের সকল নাগরিক সেবাকে ডিজিটাইজেশন করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, হারদী ইউনিয়ন এখন মডেল ইউনিয়ন হওয়ার দ্বারপ্রান্তে। হারদী ইউপি সচিব সোহরাব উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্য পারভীনা খাতুন, মহিলা খাতুন, শারমিন আক্তার, শেখ শাহনুর হাসান, আবু বকর সিদ্দীক, মুন্তাজ আলী, সিদ্দিকুর রহমান, মুনছুর আলী, আজিজুর রহমান হিরোক, খাইরুল আলম হররোজ ও ফরিদ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ইউডিসি উদ্যোক্তা মাহফুজুর রহমান, মেরিনা খাতুন ও গ্রাম আদালত সহকারী সুরমিলা খাতুন প্রমুখ।