আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার আহমেদ আনু মিয়া আর নেই

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার আহমেদ আনু মিয়া আর নেই (ইন্নালিল্লাহি…………রাজেউন)। গতকাল সন্ধ্যায় তিনি আলমডাঙ্গার পুরাতন বাসস্ট্যান্ডপাড়াস্থ নিজ বাসভবনে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।

আলমডাঙ্গা বণ্ডবিল গ্রামের মৃত শামসুদ্দীন আহমেদের ছেলে আনোয়ার আহমেদ আনু মিয়া ছিলেন মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী। স্বাধীনতাত্তোরকালে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে অধিকমাত্রায় সক্রিয় হয়ে ওঠেন। পাকিস্তান শাসনামলে ১৯৬৫ সালে তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছিলেন। ১৯৭৫ সালে তিনি উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ছিলেন। ১৯৯০ সালে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি একপুত্র ও এক কন্যা সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদ পেয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলি মাস্টারসহ বিভিন্ন নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা জেলা জাসদের সাধারণ সম্পাদক এম সবেদ আলী, আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহিউদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু, অপরাংশের সভাপতি মজিবার রহমান, সম্পাদক সানোয়ার হোসেন লাড্ডু, আলমডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম প্রমুখ মরহুমের বাড়িতে যান। আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহিউদ্দীন এক শোকবার্তায় উল্লেখ করেছেন, মরহুম আনু মিয়া ছিলেন দেশের শ্রেষ্ঠ সন্তানের একজন। তার মৃত্যুতে আলমডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবে না। তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। অন্যদিকে মরহুমের একমাত্র ছেলে নেসার আহমেদ প্রিন্স পিতার আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের লাশ স্থানীয় দারুস সালাম ময়দানে দাফন করা হবে।