আলমডাঙ্গায় ৫ গ্রামের মণ্ডল প্রধানদের সম্মেলন অনুষ্ঠিত : এম সবেদ আলীকে সভাপতি করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা বণ্ডবিলে ৫ গ্রামের মণ্ডল ও মণ্ডল প্রধানদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে আলমডাঙ্গা পৌর সভার সাবেক চেয়ারম্যান এম সবেদ আলীকে সভাপতি করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার আলমডাঙ্গার বণ্ডবিল সুবর্ণপুর স-মিলে এলাকার ৫ গ্রামের মণ্ডলদের সম্মেলনে গোবিন্দপুর, নওদাবণ্ডবিল, ফরিদপুর, ডামোশ ও রোয়াকুলি গ্রামের মণ্ডলরা উপস্থিত ছিলেন। সম্মেলনে নওদাবণ্ডবিল গ্রামের মণ্ডল শামসুদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এম সবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন গোবিন্দপুরের মণ্ডল রবিউল হক পকু, ফরিদপুরের মণ্ডল সিরাজ সামজী ও ডামোশ গ্রামের মণ্ডল নাজিম উদ্দীন। সোনালী ব্যাংক আলমডাঙ্গা শাখার ব্যবস্থাপক সিরাজুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন- মণ্ডল ঠাণ্ডুর রহমান, শহিদুল হক বড় মিয়া, সেকেন্দার আলী, সোনাহার হোসেন, নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ বেল্টু, রেজাউর রহিম, রশন কামাল, দাউদ হোসেন, নাসির উদ্দীন, ফিরোজ আহমেদ, খেদ আলী প্রমুখ। শেষে ৫ গ্রামের মণ্ডলদের কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে সাবেক পৌর চেয়ারম্যান এম সবেদ আলীকে সভাপতি, রবিউল ইসলাম পকুকে সাধারণ সম্পাদক, রেজাউর রহিমকে সহসভাপতি, সোনাহার মণ্ডলকে সাংগঠনিক সম্পাদক ও ব্যাংকার সিরাজুল ইসলামকে কোষাধ্যক্ষ করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।