আলমডাঙ্গায় ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা উপজেলা ও পৌর আ.লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনাসভা ও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলীয় অফিস চত্বরে অনুষ্ঠিত ওই আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী। প্রধান অতিথি ছিলেন আ.লীগ নেতা হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, পৌর আ.লীগ সভাপতি আবু মুছা, সাধারণ  সম্পাদক সিরাজুল ইসলাম, সহসভাপতি সামছদ্দিন, ফরিদপু ইউনিয়ন আ.লীগের সভাপতি সমীর কুমার দে, সাংস্কৃতিক সম্পাদক ইন্দ্রজিৎ দেব শর্মা ও উপজেলা কৃষকদলের সভাপতি আজিজুল হক। এ ছাড়াও উপস্থিত ছিলেন পিয়ার মোহাম্মদ কচি, জান মোহাম্মদ, আব্দুর রশিদ, রবিউল ইসলাম, মহত আলী, ফজলুর রহমান, কুতুবুল আলম, লাল্টু রহমান, ওসমান আলী, ছাত্রলীগ নেতা সৈকত খান প্রমুখ। অনুষ্ঠান শেষে ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *