আলমডাঙ্গায় মৎস্য শিকারীদের সাথে প্রতারণার অভিযোগ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কুমারী গ্রামের মজিদ মিয়ার বিরুদ্ধে মৎস্য শিকারীদের সাথে প্রতারণা করার অভিযোগ উঠেছে। পুকুরে বড় বড় মাছ রয়েছে দাবি করা হলে প্রকৃতপক্ষে ছোট ছোট মাছ রয়েছে দাবি করে মৎস্য শিকারীরা তাদের টাকা ফেরতের দাবি তুলেছে।
জানা গেছে, আলমডাঙ্গার কুমারী গ্রামের মজিদ মিয়া ছিপ দিয়ে মাছ শিকারীদের নিকট তার পুকুরে বড় বড় মাছ রয়েছে দাবি করে প্রচারণা চালিয়ে ছিপপ্রতি ৬ হাজার টাকা করে টিকেট বিক্রি করেন। মোট ২৬টি ছিপের টিকেট বিক্রি হয়। গত বৃহস্পতিবার সকাল থেকে মৎস্য শিকারীরা মাছ ধরার জন্য মজিদ মিয়ার পুকুরে গিয়ে ছিপ ফেলেন। কিন্তু কেউই বড় কোনো মাছ পাননি। বিকেলের মধ্যে বেশিরভাগ মৎস্য শিকারী রাগ করে চলে যান। তারা বিকেল থেকে টাকা ফেরতের দাবি তোলেন। এক পর্যায়ে টাকা ফেরতের দাবিতে আলমডাঙ্গা থানা মসজিদের সামনে প্রতারিত মৎস্য শিকারীরা একত্রিত হন।