আলমডাঙ্গায় মোটরসাইকেল চালানো পাল্লা দিতে গিয়ে দুর্ঘটনায় দুজন আহত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ২ যুবকের কাণ্ড। মোটরসাইকেল চালানো পাল্লা দিতে গিয়ে বিপত্তি ঘটিয়েছে হাউসপুরের দীপু ও বাদেমাজুর আনারুল নামের ২ যুবক। গতকাল বুধবার আলমডাঙ্গা–জামজামি রোডে পাল্লাপাল্লি দিয়ে মোটরসাইকেল চালানোর সময় পার্শ্ব-ধাক্কায় দুজনই রোডে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রামের ফরজুন আলীর ছেলে আনারুল ইসলাম (২৭) ইমা মোটরসাইকেলযোগে আলমডাঙ্গার দিকে আসছিলেন। সেই একই সময়ে হাউসপুরের মৃত লিয়াকত আলীর ছেলে দীপু (২৫) তিনজনকে তার জিংফু মোটরসাইকেল নিয়ে জামজামির দিক থেকে আলমডাঙ্গার দিকে আসছিলেন। পথের মধ্যে দুজন দ্রুত মোটরসাইকেল চালানোর প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। এক পর্যায়ে দুই মোটরসাইকেল পরস্পরের সাথে পার্শ্ব-ধাক্কা লাগে। ফলে  ২ মোটরসাইকেল চালকই গাড়িসহ রোডের ওপর ছিটকে পড়েন। এতে আনারুল ইসলামের বুকে চোট লাগে। দীপুর মুখের দাঁত ভেঙে যায়। মুখ–নাক ক্ষত-বিক্ষত হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স গিয়ে ঘটনাস্থল থেকে আনারুল ইসলাম ও দীপুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে দীপুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।