আলমডাঙ্গায় প্রাইম পলিটেকনিক ইনস্টিটিউটে মতবিনিময় অনুষ্ঠিত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা প্রাইম পলিটেকনিক ইনস্টিটিউট কারিগরি শিক্ষার ভবিষত ও বিশ্ব প্রেক্ষাপটে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে শীর্ষক মতবিনিময় প্রাইম পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আজহার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক ইদ্রিস খান, আলমডাঙ্গা বহুমুখি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, রশিরা মালিক ডাউকি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম খান, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমীর প্রধান শিক্ষক নুরুল ইসলাম, বেলগাছী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহানাজ পারভীন, গোস্বামী-দুর্গাপুরের সহকারী শিক্ষক ফজলুল হক, আল-ইকরা ক্যাডেট একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল হাই, ভোকেশনাল শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মজিদ। প্রাইম পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক শামীম উদ্দিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন- শিক্ষক বেলাল হোসেন, মোস্তাফিজুর রহমান, শাহাজান আলী, ইসরাইল, সোহানী ইয়াসমীনসহ বিভিন্ন মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক, ভোকেশনাল ও মাদরাসার প্রধান শিক্ষক সহকারী শিক্ষকবৃন্দ।