আলমডাঙ্গায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রদর্শন

ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গা শহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা প্রদর্শিত হয়েছে। গতকাল সকাল থেকে আলমডাঙ্গা পৌর শহরের বিভিন্ন মোড় থেকে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিলুপ্তপ্রায় লাঠি খেলা প্রদর্শন করে জামজামি ইউনিয়নের পুরাতন পাঁচলিয়ার একদল লাঠিয়াল। আলমডাঙ্গার হাউসপুর ব্রিজ এলাকা থেকে শুরু করে চারতলার মোড়, হলুদপট্টি, ভূমি অফিস মোড়, পশুÑহাটসহ শহরের বিভিন্ন এলাকায় লাঠিখেলা প্রদর্শন করে লাঠিয়াল দল। প্রতিটি স্থানে জনগণ তাদের লাঠিখেলা উপভোগ করেন। লাঠিয়াল সর্দার আনারুলের নেতৃত্বে লাঠি খেলা প্রর্দশ করেন লাঠিয়াল জয়নাল, শরিফ, সালাম, ইকরাম, রাজন, মিনা, লাড্ডু, ফরহাদ, সোহাগ, রিয়ন, সাব্বির, রেজন, উজ্জ্বল, মনজু, নাজিম, আনছার, ইউছুফ, হায়দার, সাইফুল সোহেল, লাল মিয়া, তারিক, স্বপন, জাফর, ঢুলি প্রশান্ত, অপূর্ব ও বনমালির বাজানো নান্দনিক বাদ্যছন্দে লাঠিখেলা প্রদর্শন করে।