আলমডাঙ্গায় গর্ভবতী ও মাতৃদুগ্ধদানকারী মায়েদের মাঝে মাতৃত্বকালীন ভাতা প্রদান

ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গা পৌর এলাকার গর্ভবতী ও মাতৃদুগ্ধদানকারী মায়েদের মাঝে মাতৃকালীন ভাতা প্রদান করা হয়েছে। গতকাল সকাল ১০টায় বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা মূলক কর্মসূচির অংশ হিসেবে মহিলা অধিদফতরের মাধ্যমে গত সোমবার আলমডাঙ্গা পৌর এলাকায় এই কর্মসূচি উদ্বোধন করা হয়। পৌর এলাকার ৩৬০ জন গর্ভবতী ও মাতৃদুগ্ধ দানকারী মহিলাদের মাঝে বাৎসরিক ১২ হাজার টাকার প্রথম কিস্তির ৩ হাজার টাকা জনপ্রতি প্রদান করা হয়।
জানা গেছে, গত সোমবার প্রথম দিন আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে পৌর সভার ১, ২, ৩, ৪, ও ৫ নং ওয়ার্ডের তালিকাভুক্ত মহিলাদের মাঝে মাতৃত্ব কালীন ভাতা প্রদান করা হয়। গতকাল ৬, ৭, ৮, ৯ নং ওয়ার্ডের তালিকাভুক্ত গর্ভবতী ও মাতৃদুগ্ধদানকারী নারীদের মাঝে ভাতা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন ৮ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন অর রশিদ হাসান এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর নুর জাহান খাতুন উপস্থিত ছিলেন। মাতৃত্বকালীন মহিলাদের স্বাস্থ্য ও পুষ্টি চাহিদা পূরণে সহযোগিতার জন্য বর্তমান সরকার মহিলা অধিদফতরের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করছে।