আলমডাঙ্গায় ওয়েভ ফাউন্ডেশনের বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত

ফুড সিকিউরিটি ২০১২ বাংলাদেশ ইউপিপি উজ্জীবিত প্রকল্পের আওতায় ওয়েভ ফাউন্ডেশন আলমডাঙ্গা উপজেলার বকশিপুর কমিউনিটি ক্লিনিকে গতকাল দিনব্যাপী ফ্রি রক্তের গ্রুপিং ও স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে উপস্থিত ছিলেন এরিয়া সমন্বয়কারী আমিরুল ইসলাম, ইউনিট ম্যানেজার জাহিদুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট শাহীন আক্তার জিকো, টেকনিক্যাল অফিসার শারমিন টিউলিপ, রাজশ্রী রানী দত্ত এবং কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ। ওই ক্যাম্পে প্রায় ৩০০ রোগীর স্বাস্থ্যসেবা দেয়া হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. নওরীন জাহান সেতু এবং প্রোগ্রাম অফিসার ডা. নাইমুর রহমান মিলন। প্রেসবিজ্ঞপ্তি।