আলমডাঙ্গায় একুশে পদকপ্রাপ্ত বাউল খোদা বকস শাহ’র আখড়ায় দু দিনের স্মরণোৎসব শুরু

স্টাফ রিপোর্টার: একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত বাউলসাধক খোদা বকস শাহ’র ২৫তম তিরোধান দিবস উপলক্ষে গতকাল বুধবার থেকে দু দিনব্যাপি স্মরণোৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জাঁহাপুর গ্রামে খোদা বকস শাহ’র আখড়ায় বাউলগানসহ নানান আয়োজন রাখা হয়েছে।

বেলা ১১টায় আখড়াবাড়ি থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। এরপর বাউলসাধকের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও বাউল সঙ্গীত পরিবেশিত হয়। খোদাবকস শাহ্ স্মরণোৎসব উদযাপন কমিটির সভাপতি আব্দুল লতিফ শাহ’র সভাপতিত্বে অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু হোসেন, ডেপুটি কমান্ডার মোস্তফা খান, বাউল ফকির ডাবলু শাহ, হাশেম চিশতী, মিলন শাহ, বজলু শাহ ও আবু তালেব শাহ।