আলমডাঙ্গার হারদী গ্রামের কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা মীর শামসুল হুদা আর নেই

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা হারদীর এমএস হুদা ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক দানবীর মীর শামসুজ্জোহার মেজভাই মুক্তিযোদ্ধা শামসুল হুদা আর নেই (ইন্নালিল্লাহে—–রাজেউন)।  গতকাল শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটের তিনি ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর । তিনি বার্ধক্যজনিত রোগে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যুতে হারদী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নামে প্রতিষ্ঠিত এমএস হুদা ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি প্রতিষ্ঠানটি এলাকার মানুষের সেবা দিয়ে আসছে। হারদী নিপ্পন জোহা এডুকেশন কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা হারদী ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল ইসলামসহ সকল শিক্ষক-কর্মচারী ও হারদী গ্রামবাসী মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।