আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পল্লি বিদ্যুতের ইনচার্জকে খুনের হুমকি

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: নিরবিচ্ছিন্ন বিদ্যুত দিতে না পেরে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পল্লি বিদ্যুতের এরিয়া অফিসের ইনচার্জ ইঞ্জিনিয়ার খাইরুল ইসলাম হুমকির মধ্যে রয়েছেন। বিদ্যুতের লোডশেটিঙের কারণে মোবাইলফোনে তাকে খুনের হুমকি দেয়া হয়েছে বলে অভিযেযাগ করেছেন তিনি।

জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টার সময় পল্লি বিদ্যুতের মুন্সিগঞ্জ এরিয়া অফিসের আওতায় ১নং ফিডারে লোডশেটিং চলছিলো। এ সময় জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক খাইরুল মুন্সিগঞ্জ এরিয়া অফিসের ইনচার্জ খাইরুল ইসলামকে ফোনে লোডেশেডিঙের কারণ জানতে চান। এক পর্যায়ে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ ও খুনের হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে। পল্লি বিদ্যুতের মুন্সিগঞ্জ এরিয়া অফিসের ইনচার্জ জানান, মোবাইলফোনে খুনের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ মোবাইলফোনে রেকর্ডিং করা হয়েছে। অপরদিকে গতকাল সন্ধ্যার সময় জেহালা ইউনিয়ন পরিষদের ভিজিএফ কার্ডের চাল বণ্টন নিয়ে জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক খাইরুল ও যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিনের সাথে মতবিরোধ সৃষ্টি হয়। এ সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অভিযোগ তুলে জনসম্মুখে খাইরুলকে মারধর করে বলে এলাকা সূত্র জানায়।