আলমডাঙ্গার মাদারহুদা গ্রামের রাস্তার জমি দখল করে পাঁচিল নির্মাণের অভিযোগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের মাদারহুদা গ্রামে সরকারি রাস্তার জমি দখল করে পাকা পাঁচিল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ইউপি সদস্য মাদারহুদা গ্রামের নাসির উদ্দিন মেম্বার অভিযোগ করে জানান, গ্রামের রাস্তার পাশে মোট ১২ ফুট রাস্তা পড়ে রয়েছে। সেই রাস্তার সরকারি জমি গ্রামের মৃত দুখি ম-লের ছেলে আনছার আলীর দখল করে পাকা পাঁচিল নির্মাণ করেছে। এমন অভিযোগের ভিত্তিতে মাদারহুদায় সরেজমিনে গেলে দেখা যায়, আনছার আলী রাস্তার পাশে মাত্র সাড়ে ৬ ফুট জমি দখল করে পাঁচিল নির্মাণ করেছেন। এ ব্যাপারে তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে সংস্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন নাসির মেম্বার।