আলমডাঙ্গার মাদারহুদা গ্রামে রমরমা গাঁজার আসর

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের মাদারহুদা গ্রামের কাদের ফকিরের মাজারে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত গাঁজার আসর বসিয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ উঠেছে।

গ্রামবাসীসূত্রে জানা যায়, আলমডাঙ্গার মাদারহুদা ক্যানালপাড়ার ক্যানালের পাশেই কাদের ফকিরের মাজার। সেখানে কিছু নামধারী সাধুভক্ত প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত গাঁজার আড্ডা বাসিয়ে গ্রামের পরিবেশ নষ্ট করছে। গ্রামের উঠতী বয়সের ছেলেরা গাঁজার নেশায় আসক্ত হয়ে পড়ছে। এ ব্যাপারে একই গ্রামের রনি নামের এক যুবক গাঁজার আড্ডা বসাতে নিষেধ কারাই তাকে মারধর করা হয় বলে জানায়। গ্রামবাসী প্রতিকার চেয়ে পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *