আলমডাঙ্গার বাড়াদী ইউপি নির্বাচন : শপথ নিলেন নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদ পারভেজ

 

স্টাফ রিপোর্টার: অবশেষে চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদ পারভেজ। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আইনি লড়াইয়ের মধ্যদিয়ে নির্বাচনের প্রায় ৫ মাস পর গতকাল মঙ্গলবার তিনি চেয়ারম্যান হিসেবে শপথ নেন। শপথ নেয়ার পর চেয়ারম্যান মাসুদ পারভেজ বলেছেন, আমি চেয়ারম্যান হিসেবে এলাকার মানুষের ভোটের মর্যাদা রাখবো। তাদের ভোটের প্রতিফলন ঘটিয়ে এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দেবো।

এ বছরের ৭ মে আলমডাঙ্গা উপজেলার ৪নং বাড়াদী ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাসুদ পারভেজ আনারস প্রতীকে ৩ হাজার ৬২৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান তবারক হোসেন ধানের শীষ মার্কায় পান ৩ হাজার ৬১৮ ভোট। ফলে মাত্র ১০ ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন। কিন্তু তবারক হোসেন পরাজয় মেনে না নিয়ে হাইকোর্টে রিট করেন ভোট পুনর্গণনার জন্য। ফলে সকল ইউপি চেয়ারম্যানের গেজেট প্রকাশিত হলেও বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যানের নাম গেজেটভুক্তি থেকে বাদ রাখা হয়। পরবর্তীতে হাইকোর্ট হতে নির্বাচন কমিশন আলমডাঙ্গা বরাবর তদন্ত প্রতিবেদন চাওয়া হয়। নির্বাচন কমিশনের প্রতিবেদন ও সকল তথ্য প্রমাণের ভিত্তিতে নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদ পারভেজের পক্ষে হাইকোর্ট রায় প্রদান করেন। রায়ের কপি নির্বাচন কমিশন বরাবর প্রেরণ করা হলে গত ২৯ আগস্ট নির্বাচন কমিশন গেজেটে ৪ নং বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যানের নাম অন্তর্ভুক্ত করে। এরপর চেয়ারম্যান তবারক হোসেন চুয়াডাঙ্গা সহকারী জজ আদালতে পুনরায় মামলা দায়ের করেন শপথ না হওয়ার জন্য। আবেদনের প্রেক্ষিতে শপথ অনুষ্ঠান বন্ধ থাকে। গত ২৫ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা সহকারী জজ আদালত মামলাটি খারিজ করে দেন। ফলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ২৭ সেপ্টেম্বর বাড়াদী ইউপি চেয়ারম্যানের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারণ করে। সে মোতাবেক গতকাল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শপথ অনুষ্ঠিত হয়। শুরুতেই চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদ পারভেজকে শুভেচ্ছা জানান। এরপর নির্বাচিত চেয়ারম্যান জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। জেলা প্রশাসক সায়মা ইউনুস নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদ পারভেজকে শপথ বাক্য পাঠ করান। পরে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনউজ্জামানসহ বাড়াদী ইউনিয়নের পুরুষ উদ্যোক্তা ইমদাদুল হক, নারী উদ্যোক্তা রুমানা আক্তার , ২ নং ওয়ার্ডের মেম্বর শরিফুল ইসলাম, ইউপি সচিব আনিছুর রহমান ও চেয়ারম্যানের চাচা শামসুল হক বিশ্বাসসহ তার শুভাকাঙ্ক্ষীরা।