আলমডাঙ্গার বালিকা বিদ্যালয়ের জমি দীর্ঘ ৭ বছর পর দখলমুক্ত করলো শিক্ষার্থীরা

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয়ের ৬৬ শতক জমি দখলমুক্ত করেছে স্কুলের একদল শিক্ষার্থী। দীর্ঘ ৭ বছর মামলা চলার পর রায় নিয়ে এ জমিটি দখল করা হয়েছে।

জানা গেছে, গতকাল শনিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয়ের ৬৬ শতক জমি আদালতের রায় নিয়ে দখলমুক্ত জমি দখল করেছে স্কুলের শিক্ষার্থীরা।

স্কুলসূত্র জানায়, জেহালা মৌজার ১৫৫২ দাগ নম্বরের এসএ ৭৫৯, আরএস ২৭৫ খতিয়ানের মোট ৬৬ শতক জমি দীর্ঘ দিন ধরে জেহালা ইউনিয়ন পরিষদ দখল করে রাখে। এ ব্যাপারে স্কুলকর্তৃপক্ষ ২০০৬ সালে চুয়াডাঙ্গা আদালতে মামলা দায়ের করে। আদালত ৭ বছর মামলার পর গত ২০১২ সালের ২৬ জুন স্কুলের পক্ষে রায় দেন। গতকাল সকাল ১০টার দিকে স্কুলের ছাত্রীরা জমিটির ওপর সাইনবোর্ড দিয়ে দখলে নিয়েছে। এ সময় স্কুলের ম্যানেজিং কমিটির সকল সদস্য ও শিক্ষক-শিক্ষিকাসহ সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলো।