আলমডাঙ্গার পাঁচকমলাপুর গ্রামের রাস্তায় হেরিঙের কাজে অনিয়মের অভিযোগ

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার পাঁচকমলাপুর গ্রামের আড়ে ডহর পাড়ায় কাঁচা রাস্তায় হেরিঙের  কাজে ১ নং ইটের বদলে ৩ নং ইট দিয়ে রাস্তা তৈরির অভিযোগ করেছে গ্রামবাসী।

গ্রামবাসীর অভিযোগসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা পাঁচকমলাপুর আড়ে ডহর পাড়ায় ২শ’ ফুট রাস্তায় হেরিং বোর্ড করণে ১ নং ইটের পরিবর্তে ৩ নং ইট ফেলে ঠিকাদারী প্রতিষ্ঠান। গ্রামবাসী বাধা প্রধান করে ১ নং ইট ফেলতে অনুরোধ জানান। গ্রামবাসীর বাধার মুখে বন্ধ হয়ে যায় রাস্তার কাজ। কিন্তু সেই ইট রাস্তা থেকে না উঠিয়ে ৩ নং ইট দিয়েই গত পরশু তড়িঘড়ি করে রাস্তার কাজ সমাপ্ত করার চেষ্টা করে। গ্রামবাসী বাধা দিলে গ্রামের কয়েকজন প্রভাবশালীকে ম্যানেজ করে দ্রুত রাস্তায় সেই ইট দিয়েই কাজ সমাপ্ত করে বলে গ্রামবাসী অভিযোগ করেছে। এ ব্যাপারে গ্রামবাসী প্রতিকার চেয়েছেন।