আলমডাঙ্গার নাগদাহ গ্রামে চলছে অবাধে ফেনসিডিলের ব্যবসা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলার নাগদাহ গ্রামে ফেনসিডিলের রমরমা ব্যবসা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। নাগদাহ ক্যানেলের ধারে আতিয়ার, মহাবুরও রসুল বেশ কিছুদিন ধরে নাগদাহ ও আশপাশ গ্রামে মোটরসাইকেলযোগে ভ্রাম্যমাণভাবে ফেনসিডিল বিক্রি করে আসছে। প্রশাসনের নাকের ডগায় তারা এ ব্যবসা করলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে এলাকাবাসী অভিযোগ করেছে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ গ্রামের ফেনসিডিল ব্যবসায়ী আতিয়ার রহমান (৩০), মহাবুল ইসলাম (৩৫) ও রসুল দীর্ঘদিন ধরে নাগদাহ গ্রামের ক্যানেলের পাশে  ফেনসিডিল বিক্রি করে আসছে। এলাকা ছাড়াও তারা মোটরসাইকেলযোগে নাগদাহ ইউনিয়নের পার্শ্ববর্তী এলাকায় নিবিঘ্নে ফেনসিডিলের ব্যবসা করে আসছে। এলাকার যুবসমাজ একদিকে যেমন নেশায় আসক্ত হচ্ছে। উঠতি বয়সের যুবকসহ বিভিন্ন পেশার মানুষ নেশায় আসক্ত হয়ে নেশার টাকা যোগাতে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। প্রশাসনের কাছে ফেনসিডিল বিক্রি বন্ধসহ এর প্রতিকার চেয়েছে এলাকাবাসী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *