আলমডাঙ্গার গড়গড়ি গ্রামের রাস্তা পাকাকরণের কাজে অনিয়মের অভিযোগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের গড়গড়ী গ্রামের ১ হাজার ২১০ মিটার কাঁচা রাস্তা পাকাকরণের ৪৪ লক্ষাধিক টাকার কাজ বন্ধ করে দিয়েছে গ্রামবাসী। ট্রেন্ডার মোতাবেক কাজ না করে ৩ নং পিকেট ইট দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, গতকাল শুক্রবার বেলা ৩ টার দিকে আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ পশুহাট ভায়া গড়গড়ী আশ্রায়ন প্রকল্পের ৪৪ লাখ টাকার পাকা রাস্তার কাজে অনিয়মের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছে গড়গড়ী গ্রামবাসী। গ্রামবাসী জানায়, কয়েকদিন আগে শুরু হওয়া গড়গড়ী গ্রামের এলজিইডি প্রকল্পের জেহালা ইউপি মুন্সিগঞ্জ পশুহাট ভায়া গড়গড়ী আশ্রয়ন পর্যন্ত মোট ১ হাজার ২১০ মিটার কাঁচা রাস্তা পাকাকরণের অনিয়ম করছে। ১ নং ইটের খোয়া দেয়ার কথা থাকলেও ৩ নং আমা ইট দিয়ে রাস্তাটির কাজ করছে। এছাড়া রাস্তার পুরোনো ইট দিয়ে খোয়া করে রাস্তায় দেয়ার চেষ্টা করে। সংবাদ পেয়ে সংঘবন্ধ গ্রামবাসী বাধা প্রদান করে।

গ্রামবাসী অভিযোগ করে জানায়, কাজের শুরুতেই এমন অনিয়ম করছে। আগামীতে ব্যাপক আকারে অনিয়ম করতে পারে। কোনো প্রকার অনিয়ম করার চেষ্টা করলে গড়গড়ী গ্রামবাসী শক্তহাতে তা প্রতিহত করবে।