আলমডাঙ্গার গোকুলখালীর আত্মবিশ্বাস অফিসে কম্পিউটার চুরি

 

ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার গোকুলখালী বাজারে আত্মবিশ্বাস অফিস থেকে কম্পিউটার চুরি হয়েছে। চুরি যাওয়া কম্পিউটারটি হিসাব এন্ট্রির কাজে ব্যবহার করা হতো। তাই এ নিয়ে রহস্যের দানা বেঁধেছে। আসলে এটা কি কম্পিউটার চুরি নাকি তথ্য চুরির জন্যই কম্পিউটারটি চুরি হয়ে তা নিয়ে এলাকার অনেকের মধ্যেই ধুম্রজালের সৃষ্টি হয়েছে। তাছাড়া যেখানে এতো কর্মকর্তা-কর্মচারী থাকেন সেখান থেকে কিভাবে এ চুরির ঘটনা ঘটলো?

জানা গেছে, গত সোমবার দিনগত রাতে আত্মবিশ্বাস গোকুলখালী বাজার শাখা অফিসের জানালা ভেঙে একটি কম্পিউটার চুরি হয়ে যায়। কম্পিউটারটি অফিসের তথ্য-উপাত্ত এন্ট্রির কাজে ব্যবহৃত হতো বলে জানান শাখা ম্যানেজার আব্দুল খালেক। তিনি বলেন, বাইরে থেকে আমাদের ঘরে শেকল লাগিয়ে কম্পিউটারটি চুরি করে নিয়ে যায় চোরেরা। পরদিন সকাল ৬টায় আয়া আশান্নুর খাতুন বিষয়টি দেখে সবাইকে ডাকেন। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি অভিযোগ করা হয়েছে।