আলমডাঙ্গার গাংনী আওয়ামী লীগের অফিস উদ্বোধন ও নির্বাচনী মতবিনিময় সভায় এমপি ছেলুন

নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান

ভালাইপুর প্রতিনিধি: দশম জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ২দিন। নির্বাচনের দিন যতোই এগিয়ে আসছে ততোই বাড়ছে প্রচার-প্রচারণা। নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন আওয়ামী লীগ প্রার্থী চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল বৃহস্পতিবার  বেলা ১১টার দিকে আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের গাংনী মোড়ে আওয়ামী লীগের অফিস উদ্বোধন ও নির্বাচনী আলোচনাসভায় সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন- নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, তথ্য ও গবেষণা সম্পাদক কাউছার আহম্মেদ বাবলু, জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুবাইদ-বিন, জেলা যুবলীগ নেতা ও গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক আবু তাহের আবু, রকিবুল হাসান, যুবদলের যুগ্মআহ্বায়ক রোকনুজ্জামান টোকন। বক্তব্য রাখেন ওদুত, লাভলু, মকলেছুর রহমান, বাবলু, ঠাণ্ডু, ফারুক, মিলন, ধুলু, মিলন, জহুরুল, আরিফ, খোকন, দিনার, টুটুল, হারুন শামীম, মাসুদ, শরীফ, সাজু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ছেলুন বলেন রাজাকার আলবদল যেভাবে মানুষের ঘরবাড়ি পুড়িয়ে, ব্রিজ কালভার্ট ভেঙে, রেললাইন উপড়ে মানুষ হত্যা করেছে। তেমনিভাবে দেশকে পরাশক্তির হাতে তুলে দিতে পাঁয়তারা চালাচ্ছে। আমরা বঙ্গবন্ধুর সৈনিক, শরীরে এক বিন্দু রক্ত থাকতেও কোনো অশুভ শক্তিকে মাথাচাড়া দিতে দেবো না।  তিনি নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *