আলমডাঙ্গার খুদিয়াখালী গ্রামের দুই দিনের ব্যবধানে আলমসাধু উল্টে চালক সহ আহত ৩

 

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি : আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের খুদিয়াখালী গ্রামের আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা মহা সড়কে দুই দিনের ব্যবধানে দুইটি আলমসাধু উল্টে চালক সহ ৩ জন আহত হয়েছে।

জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৬ টার সময় আলমডাঙ্গার খুদিয়াখালী গ্রামে ঈদগাহের সামনে একটি অবৈধ্য পরিবহন আলমসাধু গাড়িতে যাত্রী তুলছিলো। এ সময় চুয়াডাঙ্গা আলমডাঙ্গা মহা সড়কের একটি লোকাল বাস নিয়োন্ত্রন হারিয়ে পিছন থেকে ধাক্কা দেয়। আলমসাধুটি পাশের একটি গর্তের মধ্যে পড়ে যায়। এ সময় বাড়াদী ইউনিয়নরে গোপালপুর গ্রামের আক্কেল আলীর ছেলে আলমসাধু চালক বাদল(৩৫) গুরুতর আহত হয়। এবং তার পাশের একটি ভ্যান চালক আহত হয়। এছাড়া গত পরশু সকাল ১০ টার সময় আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামের মহিরের কিশোর ছেলে শরিফ(১৩) বেপরোয়া গতিতে আলমসাধু চালাতে গর্তে পড়ে মারাত্তক আহত হয়। তাকে উদ্বার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক কুষ্টিয়া জেনালের হাসপাতালে রেফার করে।