আলমডাঙ্গার খাসকররায় ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ভ্যানচালক-যাত্রীর হাতাহাতি : থানায় মামলা : চালক গ্রেফতার

 

আলমডাঙ্গা বুরো: আলমডাঙ্গার পল্লি খাসকররা গ্রামের ১৫ টাকা ভ্যানের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে চালক ও যাত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এক পর্যায়ে ভ্যানচালক সরুর আঘাতে ভাড়াটিয়া লালন আহত হন। পরে ভ্যানচালক সরুকে স্থানীয় জনগণ ধরে পুলিশে দিয়েছে। পরে থানায় লালন বাদী হয়ে মামলা করেন।

জানা গেছে, জামজামি গ্রামের বাহার আলীর ছেলে লালন (৩০) শশুরবাড়ি চিলাভালকি যাওয়ার জন্য খাসকররা বটতলার মোড় থেকে খাসকররা গ্রামের মৃত জোয়াদ আলীর ছেলে সরুর ভ্যান ভাড়া করেন। সরু খাসকররা থেকে চিলাভালকি ১৫ টাকা ভাড়া চায়। এ নিয়ে সরু ও লালনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সরুকে লালন ধাক্কা দিলে সরু লালনের চোখের ওপর একটি ঘুষি মেরে দেয়। লোকজন ঠেকাতে এলে সরু আরো দু-তিন জনকে মারধর করে। পরে স্থানীয় লোকজন সরুকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পরে লালন গতকাল আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট মামলায় সরুকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।