আলমডাঙ্গার খাদিমপুর-শিয়ালমারী রাস্তাটির বেহাল দশা

খাদিমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার অবহেলিত খাদিমপুর ইউনিয়নে খাদিমপুর থেকে বানাতখাল ব্রিজ হয়ে শিয়ালমারী গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। অল্প বৃষ্টিতেই nuvUz পর্যন্ত কাদা হয়ে যায়। ফলে এ রাস্তা দিয়ে মানুষজন ও যানবাহন চলাচল করতে প্রচÊ অসুবিধার সম্মুwখন হতে হয়।

এলাকাবাmx জানায়, খাদিমপুর গ্রামের শেষে বানাতখালের পাশে মাথাভাঙ্গা নদীর ভাঙনের ফলে এ রাস্তা দিয়ে সাইকেল যাওয়ার ম‡Zv পথও বিপদজনক। বেশ কিছুদিন আগে সাময়িক বাঁধ দেয়া হয়েছি‡লv, তা এক বছরেই নদীগর্ভে হারিয়ে যায়। পরeZ©x‡Z আর কোন নদী ভাঙনের বাঁধ না দেয়ায় বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। বেশ কয়েKটি গ্রামের লোকজb এ রাস্তা দিয়ে চলাচল করে থাকে। এ রাস্তাটি ভালাBপুর মোড় থেকে কান্তপুর weªজ হয়ে আলমডাঙ্গা যাওয়ার গুরুত্বপূর্ণ একমাত্র সহজ রাস্তা।এ রাস্তাটি এখনও পর্যন্ত কাuচা থাকার ফলে জনদyর্ভোগ বেড়েই চলেছে। রাস্তাটি দিয়ে প্রায় দু হাজার কৃষক ঝুuকিপূর্ণভাবে পণ্য আনানেয়া করে থাকে। খাদিমপুর ইউনিয়ন পরিষদের প্রায় বেশির ভাগ মানুষ এই রাস্তা দিয়ে পরিষদের Kvh©µ‡gi জন্য hvতায়াত করে থাকে।চেয়ারম্যান শাহজালাল বিশ্বাস ব্যানা বলেছেন, নদী ভাঙনের স্থানে বাঁধ দেয়া ও জনদyর্ভোগ কমাতে রাস্তাটি পাকাকরণ অZxe জরুরি হয়ে পড়েছে। এলাকার মানুষের যোগাযোগের স্বার্থে য‡তv তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি পাকা করা প্রয়োজন। রাস্তাটি পাকাকরণের জন্য চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।