আলমডাঙ্গায় ড্রাইভার ও হেলপারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ট্রাক ড্রাইভার ও হেলপারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার শ্রমিক  ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন উদ্যোগে এসব বিতরণ করা হয়। করোনা ভাইরাসের প্রতিরোধে গাড়ি চলাচল বন্ধ হওয়ার কারণে কর্মহীন হয়ে পড়া ড্রাইভার ও হেলপারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । এসময়  ৮০ জন ট্রাক ড্রাইভার ও হেলপারদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস, আমিরুল, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন, সাঈদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোজাফর হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক আদর, কোষাধ্যক্ষ সাহাবুল হক, সদস্য কিপাতুল্লাহ (বাবা), আনোয়ার হোসেন আনু, শরিফুল ইসলাম, রবিউল ইসলাম, আব্দুল মালেক, ইছাহক ড্রাইভার, উজ্জল, মোজাফফর, কবীর, শরিফুল প্রমুখ।

অপরদিকে, আলমডাঙ্গা আঞ্চলিক মোটর মালিক সমিতি ও জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গার শাখার উদ্দোগে প্রায় সাড়ে ৩শ ড্রাইভার ও হেলপারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে ড্রাইভার ও হেলপাররা খাদ্য সামগ্রী একে একে নিয়ে যান। এসময় আঞ্চলিক মোটর মালিক সমিতির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ¦ মীর মহিউদ্দিন বলেন, ঘাতক ভাইরাস করোনা থেকে নিজেকে, নিজের পরিবার তথা দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে সচেতনতা অবলম্বন করে ঘরে থাকতে হবে। আর কয়েক দিন হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পারলে আমরা করোনা থেকে মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। খাদ্য সামগ্রী বিতরণকালে উপন্থিত ছিলেন আঞ্চলিক মোটর মালিক সমিতির সহ সভাপতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, আলহাজ¦ আব্দুল হামিদ মল্লিক সম্পাদক সেকেন্দার আলী, ক্যাশিয়ার রোকনুজ্জামান সেন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন, শ্রমিক ইউনিয়নের সভাপতি রিয়াজ উদ্দিন, সহসভাপত আব্দুল কুদ্দুস, সম্পাদক আলাউদ্দিন, ক্যাশিয়ার সাহাবুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক আদর, সদস্য কিপাইতুল্লা, উজ্জ¦ল, মোজাফফর, কবীর, শরিফুল প্রমুখ।