আলমডাঙ্গায় গাঁজা রাখার দায়ে এক ব্যক্তির সাতমাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

মাথাভাঙ্গা অনলাইন : চুয়াডাঙ্গায় ভ্রাম্যমান আদালত অবৈধ মাদক রাখার দায়ে জসিম উদ্দিন বিশ্বাস (৪৫) নামে একজনকে সাতমাসের কারাদন্ডাদেশ দিয়েছেন। বুধবার দুপুরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রে আনজুমান আরা এই আদেশ দেন।
আলমডাঙ্গা থানার ওসি মো. মনির উদ্দিন মোল্লা জানান, কলেজ পাড়ার বাসিন্দা জসিম উদ্দিন দীর্ঘ ১০ বছর ধরে অবৈধ মাদক গাঁজা সেবনসহ বিক্রি করে আসছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশসহ ভ্রাম্যমান আদালত জসিমের বাড়িতে অভিযান চালায় এবং ১৪ পুরিয়া গাজা উদ্ধার করে। এরপর ভ্রাম্যমান আদালতের বিচারক দন্ডবিধির ১৯ এর ১, ৭(ক) ধারায় সাতমাসের কারাদন্ডাদেশ প্রদান করেন। দন্ডাদেশ দেওয়ার পর তাঁকে আলমডাঙ্গা থানার মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *