আমিই মুসলিম উম্মাহর নেতা : আবু বকরের ভাষণ

 

মাথাভাঙ্গা মনিটর: প্রথমবারেরমতো ভিডিও ভাষণ দিলেন ইরাকের বিদ্রোহী গ্রুপ ইসলামিক এস্টেট ইন ইরাকঅ্যান্ড লেভান্টের (আইএসআইএল) নেতা আবু বকর আল বাগদাদি। উত্তর ইরাকের মশুলশহরে অবস্থিত আল-নূরি মসজিদে শুক্রবার জুমার নামাজের আগে বয়ান করেন আলবাগদাদি। ওই বয়ানের ভিডিওচিত্র শনিবার বিবিসি প্রচার করে।তবে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট’র প্রধান আবু বকর আলবাগদাদির খুতবারত যে ভিডিওটি অনলাইনে পোস্ট করা হয়েছে তা ভুয়া বলে দাবিকরেছে ইরাকি সরকার।সাদমান বলেছেন, ‘বাগদাদি হিসেবে যাকে দাবিকরা হয়েছে, নিঃসন্দেহে তিনি তা নন।আমরা ফুটেজটি বিশ্লেষণ করেছি, তাতেদেখতে পেয়েছি এটি একটি ধাপ্পা,’ ভিডিওতে ধারণ করা ওই ভাষণে বাগদাদি তাকে খলিফা হিসেবে মেনে নেয়ার জন্য মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানান।ভিডিওভাষণে বাগদাদি বলেন, একজন খলিফা নির্বাচিত করে সেই খলিফার নেতৃত্বে এগিয়েযাওয়া মুসলমানদের ঈমানি দায়িত্ব। অথচ যুগ যুগ ধরে মুসলমানেরা এ বিষয়টিকেউপেক্ষা করে এসেছে।উপস্থিত মুসল্লিদের উদ্দেশে আল বাগদাদি বলেন, তিনিইসলামি রাষ্ট্রেরখেলাফতের দায়িত্ব নেয়াকে বোঝামনে করেন। সে কারণেতিনি তা নিতে চাননি। তবে অনুসারীরা তাকে এ পদে অধিষ্ঠিত করেছেন।তিনিবলেন, আপনাদের চেয়ে যোগ্য না হলেও আমিই এ মুহূর্তে আপনাদের নেতা। যদি মনেকরেন আমি সঠিক পথে আছি, তাহলে আমাকে সমর্থন করুন। যদি মনে করেন আমি ভুল পথেযাচ্ছি, তাহলে আমাকে উপদেশ দিয়ে শুধরে দিন।