আমঝুপিতে জরিপ বিষয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়েনে খানাজরিপ বিষয়ে ২ দিনব্যাপী সুপারভাইজার ও ভলান্টিয়ার প্রশিক্ষণ আমঝুপি মউকের হলরুমে শুরু হয়েছে। গতাকাল শনিবার সকাল ১০টার দিকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন মানবউন্নয়ন কেন্দ্র মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। ডিএফআইডি বাংলাদেশের সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র মউক এ প্রশিক্ষণের আয়োজন করে। জরিপের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রত্যাশা প্রকল্পের প্রোগ্রাম অফিসার সাদ আহাম্মদ। এ জরিপের মাধ্যমে আমঝুপি ইউনিয়নের প্রতিটি খানায় শিক্ষা ও আর্থসামাজিক অবস্থা বিশ্লেষণ করা যাবে।