আব্দুল মালেক মোল্লা মেহেরপুর সদর উপজেলা অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পেলেন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা উপজেলা চেয়ারম্যানের অস্থায়ী দায়িত্ব পেয়েছেন। গত সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেয়া এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উপসচিব সবুর হোসেন স্বাক্ষরিত পত্রে আরও বলা হয়েছে, উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (২৪ নং আইন) এর ১৪(১)(চ) ধারা মোতাবেক উপজেলা চেয়ারম্যানের পদ শূন্য হওয়ায় সরকার কর্তৃক অনুমোদিত প্যানেল চেয়ারম্যান-১  হিসেবে একই আইনের ১৫(৩) ধারা মতে আব্দুল মালেক মোল্লাকে এ দায়িত্ব প্রদান করা হয়। নতুন চেয়ারম্যান (নতুন করে কেউ নির্বাচিত হলে) কার্যভার না নেয়া পর্যন্ত তিনি প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। গত ১৯ জুলাই ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা চেয়ারম্যান আলাউদ্দীন মারা গেলে পদটি শূন্য হয়।